ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১০ (দশ) কেজি গাঁজা ও মাদক পাচারে ব্যাবহৃত একটি অটোরিক্সাসহ মিনারা বেগম (৪০),রিয়াদ (২০) ও মোহাম্মদ রানা (২৩) নামের তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে অভিযান চালিয়ে সদর থানার ঘাটিয়ারা এলাকা থেকে (ডিবি) পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
আসামীদের মধ্যে মাদক কারবারী মিনারা বেগম ও রিয়াদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাসিন্দা এবং মাদক কারবারী মোহাম্মদ রানা ঝালকাটি জেলার নলছটি থানার বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
ডিএস




















