জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ সোমবার দুপুরে সরিষাবাড়ী সরকারি কলেজ মিলনায়তনে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কলেজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরিষাবাড়ী সরকারি কলেজ সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ ইং শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোহছেন উদ্দিন। আরো বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক পরিমল চন্দ্র ভৌমিক, সেলিনা আক্তার, আলতাফ হোসেন, প্রভাষক তারিকুল হাসান, শিল্পী সাহা ও শরীর চর্চা শিক্ষক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।
একাদশ শ্রেণির ২২৮ জন নবীন শিক্ষার্থীকে উদ্বোধনী ক্লাসে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন বলেন, একাদশ শ্রেণির ২২৮ জন নবীন শিক্ষার্থীকে উদ্বোধনী ক্লাসে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
ডিএস./




















