০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

কুমিল্লায় নিখোঁজের পরদিন রেললাইনে মিলল লাশ

কুমিল্লা নগরীর কালিয়া জুড়ি এলাকার ব্যবসায়ী নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহতের নাম জামশেদ ভূঁইয়া (৪৫)।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর পালপাড়া রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত জামশেদ ভূঁইয়া নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার তৃতীয় পুত্র।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, “শনিবার সন্ধ্যায় জামশেদ ভূঁইয়ার ভাই থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন। তিনি জানান, মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে জামশেদ আর বাসায় ফেরেননি। অভিযোগের পরপরই আমরা অনুসন্ধান শুরু করি এবং রোববার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।”

স্থানীয় সূত্রে জানা যায় , এর মাত্র কয়েকদিন আগেই একই এলাকার এক বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগম খুন হন। একই এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় আতংক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

পুলিশ বলছে, পরপর এমন কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লায় নিখোঁজের পরদিন রেললাইনে মিলল লাশ

প্রকাশিত : ০৫:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লা নগরীর কালিয়া জুড়ি এলাকার ব্যবসায়ী নিখোঁজ হওয়ার একদিন পর রেললাইনের পাশ থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহতের নাম জামশেদ ভূঁইয়া (৪৫)।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর পালপাড়া রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত জামশেদ ভূঁইয়া নগরীর ৩ নম্বর ওয়ার্ড কালিয়াজুরী ভূঁইয়া বাড়ির বাসিন্দা এবং সাবেক কমিশনার মরহুম আব্দুল কুদ্দুস ভূঁইয়ার তৃতীয় পুত্র।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম জানান, “শনিবার সন্ধ্যায় জামশেদ ভূঁইয়ার ভাই থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন। তিনি জানান, মাগরিবের নামাজ পড়তে বেরিয়ে জামশেদ আর বাসায় ফেরেননি। অভিযোগের পরপরই আমরা অনুসন্ধান শুরু করি এবং রোববার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে।”

স্থানীয় সূত্রে জানা যায় , এর মাত্র কয়েকদিন আগেই একই এলাকার এক বাসায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও তার মা তাহমিনা বেগম খুন হন। একই এলাকায় এক সপ্তাহের ব্যবধানে আরেকটি হত্যাকাণ্ডের ঘটনায় আতংক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে।

পুলিশ বলছে, পরপর এমন কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাচ্ছেন।

ডিএস./