০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ভারত ম্যাচের চাপ সামলাতে মনোবিদ নিয়োগ দিলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

এক সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতো দর্শকরা। তবে গত কয়েকবছর ধরে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না পাকিস্তান। সামর্থ্য থাকলেও ভারতীয় ক্রিকেটারদের মানসিক শক্তির কাছে বারবার হেরে যাচ্ছে ম্যান ইন গ্রিনরা।

যার ফলে ভালো শুরু করলেও শেষটা রাঙাতে ব্যর্থ হচ্ছেন তারা। সবশেষ এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। তাই সুপার ফোরে ভারতের বিপক্ষে নামার আগে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

পাকিস্তান শিবিরে ডাকা হয়েছে ড. রাহিল করিমকে। খেলাধুলো-সহ বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। অতীতে অনেক দলের সঙ্গে কাজ করেছেন।

দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, খেলোয়াড়দের মানসিক চাপ কাটানো এবং ম্যাচের সময় যেন স্থির থাকতে পারেন সেটা নিয়ে কাজ করবেন ড. রাহিল।

ক্রিকেটাররা কীভাবে মনোযোগ ধরে রাখবে, মানসিকভাবে শক্তিশালী ও পজিটিভ থাকবে, বিশেষ করে যখন মাঠে তীব্র চাপ অনুভব করবে; তার সেশনে সেসব নিয়ে কাজ হবে।

চলতি এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু করে আসর বয়কটের আলোচনা, দুদলের লড়াইয়ে যোগ করেছে বাড়তি উত্তাপ।  তাই ‍সুপার ফোরের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটাররা যাতে উদ্বিগ্ন হয়ে না পড়েন, বাইরের শব্দে যেন মনোযোগে বিঘ্ন না ঘটে এবং চাপকে যেন পারফরম্যান্সে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে দিকনির্দেশনা দেবেন রাহিল।

দুই প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচটি রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ডিএস./

জনপ্রিয়

গাজীপুর রেড ক্রিসেন্ট নির্বাচন: বিএনপি সমর্থিত বাবুল-টুলু প্যানেলের নিরঙ্কুশ জয়

ভারত ম্যাচের চাপ সামলাতে মনোবিদ নিয়োগ দিলো পাকিস্তান

প্রকাশিত : ০৫:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

এক সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতো দর্শকরা। তবে গত কয়েকবছর ধরে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না পাকিস্তান। সামর্থ্য থাকলেও ভারতীয় ক্রিকেটারদের মানসিক শক্তির কাছে বারবার হেরে যাচ্ছে ম্যান ইন গ্রিনরা।

যার ফলে ভালো শুরু করলেও শেষটা রাঙাতে ব্যর্থ হচ্ছেন তারা। সবশেষ এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। তাই সুপার ফোরে ভারতের বিপক্ষে নামার আগে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।

পাকিস্তান শিবিরে ডাকা হয়েছে ড. রাহিল করিমকে। খেলাধুলো-সহ বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। অতীতে অনেক দলের সঙ্গে কাজ করেছেন।

দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে, খেলোয়াড়দের মানসিক চাপ কাটানো এবং ম্যাচের সময় যেন স্থির থাকতে পারেন সেটা নিয়ে কাজ করবেন ড. রাহিল।

ক্রিকেটাররা কীভাবে মনোযোগ ধরে রাখবে, মানসিকভাবে শক্তিশালী ও পজিটিভ থাকবে, বিশেষ করে যখন মাঠে তীব্র চাপ অনুভব করবে; তার সেশনে সেসব নিয়ে কাজ হবে।

চলতি এশিয়া কাপে হ্যান্ডশেক বিতর্ক থেকে শুরু করে আসর বয়কটের আলোচনা, দুদলের লড়াইয়ে যোগ করেছে বাড়তি উত্তাপ।  তাই ‍সুপার ফোরের ম্যাচে পাকিস্তানি ক্রিকেটাররা যাতে উদ্বিগ্ন হয়ে না পড়েন, বাইরের শব্দে যেন মনোযোগে বিঘ্ন না ঘটে এবং চাপকে যেন পারফরম্যান্সে কাজে লাগাতে পারেন সেটা নিয়ে দিকনির্দেশনা দেবেন রাহিল।

দুই প্রতিদ্বন্দ্বীর হাইভোল্টেজ ম্যাচটি রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ডিএস./