নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় লিমন (৭) নামে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার রূপালি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু লিমন উপজেলার সোনাকান্দা এলাকার দিনমজুর সোহেল মিয়ার ছেলে। সে ৫০নং সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে রূপালি আবাসিক এলাকায় বাবার সঙ্গে দোকানে আসছিল শিশু লিমন। পথে বেপোরোয়া ওই ইজিবাইক তাকে চাপা দিলে গুরুতর আহত হয়। পরে শিশুটিকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বন্দর থানার ওসি শাহীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইজিবাইক চাপায় লিমন নামে এক শিশু নিহত হয়েছে। ইজিবাইক চালককে গ্রেফতার করা হয়েছে।






















