গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় লালচাঁন মিয়া (৩২) নামে এক আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আরো পাঁচজন আহত হন।
রবিবার ভোর সোয়া ৫টার দিকে সদর উপজেলার মেম্বার বাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত- লালচাঁন মিয়া সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর থানার জারাখোলা এলাকার আবুতল জাব্বার মিয়ার ছেলে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি শাহজাতপুর থানার বড়খোলা এলাকায়।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.আলামিন জানান, পিকআপ ভ্যানটি সাভার থেকে ময়মনসিংহ যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।






















