গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারে গণডাকাতি হয়েছে। এসময় মুক্তিপণের দাবিতে ২৫ জেলেকে অপহরণ করেছে সশস্ত্র জলদস্যু বাহিনী। রবিবার সকালে এই ঘটনা ঘটে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
অপহৃত জেলেদের মধ্যে জালাল মিয়া, রুস্তুম আলী, শুক্কুর মিয়া, রফিকুল, সুমন ও জামাল মাঝির নাম জানা গেছে।
মোস্তফা চৌধুরী জানান, বঙ্গোপসাগরের মেহের আলী ও দুবলারচর এলাকায় রবিবার সকালে জেলে বহরে হামলা চালায় সুন্দরবনের ‘গরিবের বন্ধু ছত্তার ভাই’ বাহিনী। এসময় মুক্তিপণের দাবিতে অন্তত ২৫ জেলেকে অপহরণ করে নিয়ে যায় তারা। তবে, দস্যুরা মুক্তিপণের পরিমাণ জানায়নি।






















