০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা

ছবি সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেয়া হয়েছে।

রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুই পরিচালকের একজন। গত মাসে বিসিবি নির্বাচনের সময় কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এর আগে, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তাও ছিলেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করার পর স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন রুবাবা। পেশাগত জীবনের বাইরে সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত তিনি।

ডিএস./

ট্যাগ :

দক্ষিণ কোরিয়া সফরে পিট হেগসেথ

বিসিবির পরিচালক হিসেবে নিয়োগ পেলেন রুবাবা দৌলা

প্রকাশিত : ০১:৫৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের পরিচালক হয়েছেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। সোমবার (৩ নভেম্বর) তাকে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাউন্সিলর মনোনীত করে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দেয়া হয়েছে।

রুবাবা দৌলা জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে দুই পরিচালকের একজন। গত মাসে বিসিবি নির্বাচনের সময় কাউন্সিলর মনোনয়ন পাওয়া এম ইসফাক আহসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

এর আগে, ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি দীর্ঘ ১১ বছর গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তাও ছিলেন। তার সময়েই গ্রামীণফোন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে যুক্ত ছিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করার পর স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন রুবাবা। পেশাগত জীবনের বাইরে সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত তিনি।

ডিএস./