টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা বিএনপি’র উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।এ সময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ স্মৃতি পৌর উদ্যান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত।
ডিএস/





















