লক্ষীপুরের রামগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের এরশাদ কবিরাজ বাড়ির হতদরিদ্র রিক্সা চালক হৃদয়ের স্বপ্ন পুরনে একটি অটোরিক্সা দেওয়ার আশ^াস দিয়েছে র্স্মাট গ্রুপের এমডি জহিরুল ইসলাম। সোমবার সকাল থেকে ‘চলো হাটি-জাগাই বিবেক, রামগঞ্জের পথে‘ কর্মসুচিতে মেঠোপথে হেটে অভিরামপুর-নবিরামপুর গ্রামে বিভিন্ন বসতঘরে পৌছে সাধারন মানুষের দুঃখ-কষ্ট শুনে। টিমের সদস্যরা মিলে এরশাদ কবিরাজ বাড়িতে পৌছে জরাজীন্য বসতঘর দেখে এগিয়ে যায়। হতদরিদ্র হৃদয় স্মার্ট গ্রুপের এমডি জহিরুল ইসলামকে দেখে কান্না ভেঙ্গে পড়ে। হৃদয়ের মা কহিনুর বেগম বলেন,আমার স্বামী বিল্লাল হোসেন ভাড়া অটোরিক্সা চালাতো। প্রতিদিন রিক্সা চালিয়ে যা ইনকাম হতো ভাড়া দেওয়ার পরে তেমন থাকতো না। তাই মাঝে মধ্যে মানুষের বাগানে নারিকেল –সুপারী পাড়তো। ২০২২সালে অন্যেও বাগানে সুপারী পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে স্বামী বিল্লাল মারা যায়। এরপর থেকে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে এবমনকি ভিক্ষা করছি। আর ছেলে হৃদয় ভাড়া অটোরিক্সা চালায়। ছেলে সারাদিন অটোরিক্সা চালিয়ে রাতে অটোরিক্সার ৬০০টাকা ভাড়া দিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হচ্ছে। মা ও ছেলের জীবন সংগ্রামের ইতিহাস শুনে জহিরুল ইসলাম নতুন অটোরিক্সা দেওয়ার ঘোষনা দেন। রামগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফ্রান্স বিএনপির অর্থ সম্পাদক সাইল ইসলাম পাটোয়ারী বলেন, র্স্মাট গ্রুপের এমডি জহিরুল ইসলামের অর্থায়নে পরিচালিত ‘চলো হাটি-জাগাই বিবেক, রামগঞ্জের পথে‘ কর্মসুচিতে এই পর্যন্ত পৌরসভার সোনাপুর,কলচমা,বাশঁঘর,আইগানখিল,মধূপুর,অভিরামপুর,নরিমপুর,পশ্চিম টামটা গ্রামে মানুষের বসতঘরে গিয়ে মানুষের কথা শুনছে এবং সমাধানের চেষ্টা করছে। এরি অংশ হিসেবে হৃদয়সহ আরো কয়েকজনের জীবন সংগ্রামের কথা শুনে ৩টি অটোরিক্সা,শতাধিক রোগীর চিকিৎসা করানোর পাশাপাশি বসতঘর নির্মানে করে দেওয়ার ঘোষনা দেওয়া হয়েছে। শুধু হৃদয় নয় পৌরসভাসহ উপজেলার ১০টি ইউপিতে প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেক বসতঘরে গিয়ে এমন ভাবে স্বপ্ন পুরন করা হবে। এব্যাপারে জানতে চাইলে র্স্মাট গ্রুপের এমডি জহিরুল ইসলাম বলেন,দলমত র্নিবিশেষে আমরা সবার ঘরে যাবো এবং সাধ্যমোতাবেক স্বপ্ন পুরন করবো। বিগত কয়েকদিনে আমরা যাদের আশ^াস দিয়েছি, যে টিন দিয়ে বসতঘর করে দিবো। সে আশ^াসের আলোকে সোমবার ৫শত বান্ডেল টিন পৌছে গেছে। শীঘ্রই বসতঘর নির্মান কিংবা টিন বিতরন শুরু করবো।
০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
রামগঞ্জে হতদরিদ্র হৃদয়ের স্বপ্ন পুরন করবে স্মার্ট জহির
-
শাহে ইমরান - প্রকাশিত : ০৮:৪১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
- 6
ট্যাগ :
জনপ্রিয়



















