০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

শেরপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত!

রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরপুরের শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শেরপুর-১ আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মনোনয়নবঞ্চিত নেতা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা এ কর্মসূচি আয়োজন করেন। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন, সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম,সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অগণিত হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মী।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে, জনগণের প্রত্যাশা ও স্থানীয় কর্মীদের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। না হলে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।বক্তারা আরও দাবি করেন, শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তাকে উপেক্ষা করে অন্য কাউকে প্রার্থী করা হলে তৃণমূলের মন ভাঙবে।

ডিএস./

ট্যাগ :

শেরপুর-১ আসনে বিএনপি’র মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত!

প্রকাশিত : ১২:৫৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শেরপুরের শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শেরপুর-১ আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থীর মনোনয়ন পুনঃবিবেচনার দাবীতে শফিকুল ইসলাম মাসুদের সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মনোনয়নবঞ্চিত নেতা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা এ কর্মসূচি আয়োজন করেন। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ সন্ধ্যা পর্যন্ত চলমান থাকে।

এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন,জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন, সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম,সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অগণিত হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মী।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, শেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে, জনগণের প্রত্যাশা ও স্থানীয় কর্মীদের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের কেন্দ্রীয় নেতৃত্বকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। না হলে শেরপুরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।বক্তারা আরও দাবি করেন, শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে দলের আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তাকে উপেক্ষা করে অন্য কাউকে প্রার্থী করা হলে তৃণমূলের মন ভাঙবে।

ডিএস./