পাকিস্তানের জনপ্রিয় সুফি-রক শিল্পী আলী আজমত ঢাকায় পৌঁছেছেন। আসন্ন ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টে তিনি বাংলাদেশের রক লিজেন্ড জেমস-এর সঙ্গে এক মঞ্চে গান পরিবেশন করবেন।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন ও স্টেট মিডিয়া এই বহুল প্রতীক্ষিত কনসার্টের আয়োজন করছে। অনুষ্ঠানটি আগামী ১৪ নভেম্বর রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টার-এ অনুষ্ঠিত হবে।
অ্যাসেন কমিউনিকেশনের সিনিয়র স্ট্র্যাটেজিক প্ল্যানার মুকেশ গোয়ালা বলেন, ভক্তদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখছি, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। এই রাতটি ঢাকার সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হিসেবে স্থান পাবে।
তিনি আরও জানান, দর্শকদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তা, সাউন্ড এবং লাইটিং নিশ্চিত করা হয়েছে, যাতে সবাই উপভোগ করতে পারেন এক অবিস্মরণীয় সংগীতানুষ্ঠান।
ডিএস



















