নিজের শততম ম্যাচে সেঞ্চুরি করেছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমে প্রথম ওভারে কোনো রান নেননি এই ব্যাটার। তবে দ্বিতীয় ওভারেই কাঙ্খিত সেই শতক তুলে নেন মুশফিক।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিন মূল আকর্ষণে ছিলেন এই ক্রিকেটার। শততম টেস্টে শতকের দ্বারপ্রান্তে থাকায় সবার নজরে ছিলেন তিনি। কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সেঞ্চুরি পূরণ করেন দিনের দ্বিতীয় ওভারে।
এর আগেও ১২টি সেঞ্চুরি করেছেন মুশফিক। সেসবের তিনটিকে পরিণত করেছেন ডাবল সেঞ্চুরিতে। তবে আজ করা ১৩তম সেঞ্চুরি নিশ্চিতভাবেই সবচেয়ে আলাদা। ১৯৫ বলে শতক পূর্ণ করে নিজের প্রথাগত উদযাপনে মাতেন টেস্টে বাংলাদেশের সফলতম এই ব্যাটার।
টেস্টে ইতিহাসে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক করলেন মুশফিক। এর আগে শততম টেস্টে শতক হাঁকানো শেষ ব্যাটসম্যান ছিলেন ডেভিড ওয়ার্নার। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন সাবেক এই অজি তারকা।
অন্যদিকে টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ ক্রিকেটে তিনিই প্রথম এই মাইলফলকে। এশিয়ায় মুশফিক ছাড়াও আরও ২৫ জন গড়েছেন এই রেকর্ড।
এর আগে, গতকাল বাংলাদেশ প্রথম দিনের দিনের খেলা শেষ করেছিল ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। বড় সংগ্রহের শুরুটাও ভালো ছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)।
তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। পরে নাজমুল হোসেন শান্ত নেমে ভালো করতে পারেননি। তিনি মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন।
পরে লিটন দাস ক্রিজে নেমে মুশফিককে যোগ্য সঙ্গ দেন। তাদের দুজনের দারুণ জুটিতে প্রথম দিন শেষে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ।
ডিএস./























