চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) শনিবার (২২ নভেম্বর, ২০২৫) সকালে মিলনায়তনে নতুন সদস্যপদ পাওয়া ৫০ জন সাংবাদিককে আনুষ্ঠানিকভাবে বরণ করেছে। অনুষ্ঠানে সিএমইউজের নেতারা ফুল দিয়ে নবীন সদস্যদের স্বাগত জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমইউজের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রাম ব্যুরোর প্রধান মোহাম্মদ শাহ নওয়াজ। সাধারণ সম্পাদক সালেহ নোমান নবীন সদস্যদের নাম ঘোষণা করেন। যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় দৈনিক কর্ণফুলীর ফটো সাংবাদিক মোহাম্মদ হোসেন পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন।
বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, নির্বাহী সদস্য ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সহ–সভাপতি মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দীন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমবায় সমিতির সভাপতি ও দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মোহাম্মদ আরিফ, দৈনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক জামাল হাওলাদার, গ্রীন টেলিভিশনের প্রধান নির্বাহী ওয়াহিদ জামান। এছাড়া, দৈনিক ভোরের ডাকের ব্যুরো প্রধান কিরণ শর্মা, দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার ফারুক মুনীর, টাইমস অব বাংলাদেশের স্টাফ রিপোর্টার জুবাইর উদ্দীন ও দৈনিক খবরের কাগজের ফটো সাংবাদিক মোহাম্মদ হানিফও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদী শাসন আমলে ভিন্নমতের সাংবাদিকরা নানা ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। সেই সময় গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা প্রায় শূন্যের কোটায় নেমে এসেছিল। এখন সময় এসেছে সবাই মিলে গণমাধ্যমের হারানো মান-মর্যাদা ফিরিয়ে আনার।
নবীন সদস্যরা বলেন, “ট্রেড ইউনিয়ন সাংবাদিকদের অধিকার। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) আজ সেই অধিকারের স্বীকৃতি দিয়ে আমাদের বরণ করেছে। আমরা সিএমইউজের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।”
সিএমইউজের এই আয়োজন সাংবাদিক সমাজে ঐক্য ও নতুন সদস্যদের স্বীকৃতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে।



















