চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার প্রস্তুতির অংশ হিসেবে ঢেমশা ও নলুয়ার মধ্যবর্তী এলাকায় পানি নিষ্কাশনের কাজ চলছে। এতে চরম উদ্বেগ ও শঙ্কার মধ্যে পড়েছেন ওই এলাকার কৃষকরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি কোনো সেচ প্রকল্প বা চাষাবাদের জন্য পানি নিষ্কাশন নয়। মূলত মাটি কাটার সুবিধার্থে জমিতে জমে থাকা পানি বের করে দেওয়া হচ্ছে। কৃষকদের অভিযোগ, গত কয়েক বছরে ওই এলাকা থেকে একাধিক ব্রিক ফিল্ডের জন্য মাটি নেওয়ার ফলে বিস্তীর্ণ ফসলি জমি ধ্বংস হয়ে গেছে এবং অনেক স্থান এখন প্রায় জলাশয় বা সাগরের মতো অবস্থায় পরিণত হয়েছে।
একজন কৃষক জানান, “আমরা প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে এখানে চাষাবাদ করে আসছি। কিন্তু অবৈধভাবে মাটি কাটার কারণে আমাদের জমি আজ হুমকির মুখে। এখন যদি আবার মাটি কাটার প্রস্তুতি চলে, তাহলে আমাদের জীবিকা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।”
কৃষকরা তাদের ফসলি জমি রক্ষার জন্য দ্রুত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তাদের নজরে এসেছে এবং শীঘ্রই পানি নিষ্কাশন ও সম্ভাব্য মাটি কাটার কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উপজেলা কৃষি কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে জানান, চাষাবাদের জন্য পানি নিষ্কাশনের এমন কোনো অনুমতি কৃষি বিভাগ থেকে দেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সাতকানিয়ার এই উর্বর কৃষিজমি চিরতরে হারিয়ে যাবে।
ডিএস./





















