বাংলাদেশের তীব্র শীতে সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। বিশেষত দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জন্য পর্যাপ্ত গরম পোশাক নেই, যা তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে।
মানবিক দায়বদ্ধতা ও সামাজিক দায়িত্ববোধে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজী’র পক্ষ থেকে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মোঃ আসাদুজ্জামান মিঠু’র আয়োজনেআজ ০৬ জানুয়ারী বিকেল ৪ টার পর খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে অসহায়-দুস্থদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মুন্সী, সাকিব সিকদার, ও হৃদয় সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান মিঠু বলেন, খুলনায় বেশ কয়েকদিন ধরে শৈত প্রবাহ চলছে। স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আগামীতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। সমাজের বিত্তবান লোকদের নিকট শীতার্তদের মাঝে সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানান তিনি
প্রচুর শীতে কম্বল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শীতার্থ ব্যক্তিগণ।
ডিএস./





















