পাবনা সুজানগর মডেল প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার আব্দুল জলিল মাস্টারের (৮৪) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। তিনি পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব:) কেএস মাহমুদের ভাই, পৌরসভার গোকুলপুর গ্রামে মৃত রেকাত আলি খন্দকারের ছেলে।
বুধবার বেলা ১১ ঘটিকায় সুজানগর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এর আগে খন্দকার আব্দুল জলিল মাস্টার দীর্ঘদিন যাবত ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার বিকেলে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।
তার জানাজা নামাজে পাবনা জেলা বিএনপির সভাপতি মেজর (অব:) কেএস মাহমুদ, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর মোহাম্মাদ মাসুম বগা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর-মেয়র আব্দুল ওহাব, উপজেলা বিএনপির সভাপতি আজম আলি বিশ্বাস, সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চুন্নু, সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রউফ, পৌর-বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর-মেয়র কামাল হোসেন বিশ্বাস, যুগ্ম সম্পাদক আব্দুল সালাম মোল্লা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা, উপজেলা যুবদলের সভাপতি হারুন মোল্লা, সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, পৌর যুবদলের আহবায়ক সিদ্দিক বিশ্বাস, যুবনেতা সিদ্দিকুর রহমান পিন্টু, মোল্লা মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক শফিউল ইসলাম বাবু প্রমুখ।উপস্থিত ছিলেন।
এছাড়া শিক্ষক, রাজনৈতিক, ব্যাবসায়ী, সাংবাদিক সহ সকল শ্রেণীর মানুষ জানাজার নামাজে অংশ নেন।






















