আসন্ন আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেকোন ধরনের নাশকতা কিংবা অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ।
নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন। আর এই বহুল কাঙ্খিত নির্বাচনকে সুষ্ঠু,শান্তিপূর্ণ এবং নিরবিচ্ছিন্ন পরিবেশে ও ভোট গ্রহণ নিশ্চিত করতে পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জেলার বিভিন্ন স্থানে পরিচালিত হচ্ছে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম।
জেলা পুলিশের মিডিয়া উইং থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে, নির্বাচনে যে কোন ধরনের নাশকতা কিংবা অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে নজরদারিসহ জনগনের নিরাপত্তা রক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ও যৌথবাহিনীর এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডিএস./




















