এশিয়া কাপে আজ বুধবার মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় শুরু হবে হাই ভোল্টেজ ম্যাচটি। খেলাটি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা ও বিটিভি।
গত বছর ওভালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলে পাকিস্তান। সেই ঘটনার এতদিন পর আবার দুই দল একে অন্যের মুখোমুখি হচ্ছে। ২০০৬ সালের পর এই প্রথম দুই দল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে লড়াইয়ে নামছে।
দুই দেশের বৈরিতাপূর্ণ সম্পর্কের কারণেই এই ম্যাচকে ঘিরে আলাদা আগ্রহ থাকে ক্রিকেটবিশ্বে। এশিয়া কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছে এ দুই দলের লড়াইকে। দীর্ঘদিন থেকেই ভারত-পাকিস্তানের ম্যাচ আদতে সম্মানের লড়াইয়ে পরিণত হয়।
সাম্প্রতিক সময়ে বৈশ্বিক টুর্নামেন্ট ছাড়া ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের পরস্পরের মুখোমুখি হওয়া প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই দীর্ঘ বিরতি শেষে আবার তাদের মুখোমুখি হওয়া দুই দেশের ক্রিকেটভক্তদের জন্য আলাদা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।















