০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

আবুধাবিতে আজ বৃহস্পতিবার এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হওয়া ছাড়া আর কোনো হিসাব নেই এই ম্যাচে।

তবে প্রতিপক্ষ যখন আফগানিস্তান, জয়টা তখন বাংলাদেশের কাছে সম্মানের, মর্যাদার। তবে মর্যাদার কথা মাথায় রেখে এবং মোমেন্টাম ধরে রাখার জন্য বাংলাদেশ শিবিরে জয় ছাড়া আর কিছুই ভাবনায় নেই।

তামিম ইকবাল ইনজুরি নিয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন। মুশফিকুর রহিমের ইনজুরি থাকায় তারও বিশ্রামের প্রয়োজনের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী কে হবেন, এ নিয়ে চিন্তাভাবনা চলছে।

এদিকে, সূচির জটিলতা ভাবাচ্ছে কোচ স্টিভ রোডসকে। সামনের চ্যালেঞ্জটা আরও কঠিন বলে সেভাবেই প্রস্তুতি নিতে চান তিনি। এমন ভাবনা থেকেই মুশফিককে বিশ্রামে রাখার পক্ষে রয়েছেন কোচ।

তামিমের বদলে শান্তর ওয়ানডে অভিষেক হওয়া অনেকটাই নিশ্চিত। নতুন করে অভিষেক হতে পারে মুমিনুল হকেরও। ২৬ ওয়ানডে খেলা মুমিনুল সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৫ বিশ্বকাপে!

প্রচণ্ড গরম আর কঠিন কন্ডিশনে ইনজুরি প্রবণ মোস্তাফিজকে টানা দুই দিন খেলাতে চায় না টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তরতাজা রাখতে মোস্তাফিজকে বিশ্রামে রাখা হবে। মাঠে নামানো হবে পেসার আবু হায়দার রনিকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ দলে ৩ পরিবর্তন

প্রকাশিত : ১২:৫৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮

আবুধাবিতে আজ বৃহস্পতিবার এশিয়া কাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারণ হওয়া ছাড়া আর কোনো হিসাব নেই এই ম্যাচে।

তবে প্রতিপক্ষ যখন আফগানিস্তান, জয়টা তখন বাংলাদেশের কাছে সম্মানের, মর্যাদার। তবে মর্যাদার কথা মাথায় রেখে এবং মোমেন্টাম ধরে রাখার জন্য বাংলাদেশ শিবিরে জয় ছাড়া আর কিছুই ভাবনায় নেই।

তামিম ইকবাল ইনজুরি নিয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন। মুশফিকুর রহিমের ইনজুরি থাকায় তারও বিশ্রামের প্রয়োজনের কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। ওপেনিংয়ে লিটন দাসের সঙ্গী কে হবেন, এ নিয়ে চিন্তাভাবনা চলছে।

এদিকে, সূচির জটিলতা ভাবাচ্ছে কোচ স্টিভ রোডসকে। সামনের চ্যালেঞ্জটা আরও কঠিন বলে সেভাবেই প্রস্তুতি নিতে চান তিনি। এমন ভাবনা থেকেই মুশফিককে বিশ্রামে রাখার পক্ষে রয়েছেন কোচ।

তামিমের বদলে শান্তর ওয়ানডে অভিষেক হওয়া অনেকটাই নিশ্চিত। নতুন করে অভিষেক হতে পারে মুমিনুল হকেরও। ২৬ ওয়ানডে খেলা মুমিনুল সবশেষ ম্যাচ খেলেছেন ২০১৫ বিশ্বকাপে!

প্রচণ্ড গরম আর কঠিন কন্ডিশনে ইনজুরি প্রবণ মোস্তাফিজকে টানা দুই দিন খেলাতে চায় না টিম ম্যানেজমেন্ট। ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তরতাজা রাখতে মোস্তাফিজকে বিশ্রামে রাখা হবে। মাঠে নামানো হবে পেসার আবু হায়দার রনিকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসন, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদ উল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু হায়দার রনি।