০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

‘রোনালদোর লাল কার্ড ফুটবলের লজ্জা’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবথেকে বেশি গোল করেছেন কে? উত্তরটা প্রায় সবারই জানা।

ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের মর্যাদার এ টুর্নামেন্টে সবথেকে সফল ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫৪ ম্যাচে ১২০ গোল করে ধরা ছোঁয়ার বাইরে আছেন রোনালদো। রোনালদোর থেকে ১৭ গোল পিছিয়ে আছেন সময়ের আরেক সেরা লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে রোনালদোর অর্জন নিশ্চিতভাবেই প্রশংসনীয়।

২০০৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন রোনালদো। এ প্রতিযোগীতায় কখনোই রোনালদো দেখেননি কোনো লাল কার্ড। কখনো তাকে মাঠ ছেড়ে উঠে যেতে হয়নি। কিন্তু বুধবার তার উজ্জ্বল ক্যারিয়ারে লাগল লাল দাগ!

রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এ বছর রোনালদো যোগ দিয়েছেন জুভেন্টাসে। তুরিনের ক্লাবটির হয়ে গতকাল তার চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হল। কিন্তু অভিষেক পরিণত হলো বিষাদে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে লাল কার্ড হজম করেন সিআর সেভেন।

এরপর চোখে পানি নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। ড্রেসিং রুমে বসেই দলের জয় দেখেন। খেলা শেষের পর আর মাঠেও ফেরেননি। রোনালদোর লাল কার্ডে হতাশ অনেকেই। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রোনালদোর ক্যারিয়ার ধ্বংস করতেই তাকে লাল কার্ড দেওয়া হয়েছে।

কাতিয়া অ্যাভেইরো লিখেছেন,‘এটা ফুটবলের লজ্জা…অবশ্যই ন্যায়বিচার পাওয়া যাবে। তারা আমার ভাইয়ের ক্যারিয়ারে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে কিন্তু ওপরে সৃষ্টিকর্তা আছেন। লজ্জাজনক কর্মকান্ড।’

রোনালদো উঠে যাওয়ার পরও দশজনের দল নিয়ে জুভেন্টাস দারুণ জয় পেয়েছে। ২-০ গোলে হারিয়েছে স্পেনের ক্লাব ভালেন্সিয়াকে।

ট্যাগ :
জনপ্রিয়

‘রোনালদোর লাল কার্ড ফুটবলের লজ্জা’

প্রকাশিত : ০৫:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবথেকে বেশি গোল করেছেন কে? উত্তরটা প্রায় সবারই জানা।

ইউরোপীয়ান শ্রেষ্ঠত্বের মর্যাদার এ টুর্নামেন্টে সবথেকে সফল ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫৪ ম্যাচে ১২০ গোল করে ধরা ছোঁয়ার বাইরে আছেন রোনালদো। রোনালদোর থেকে ১৭ গোল পিছিয়ে আছেন সময়ের আরেক সেরা লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে রোনালদোর অর্জন নিশ্চিতভাবেই প্রশংসনীয়।

২০০৩ সালে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকের পর থেকে ধারাবাহিকভাবে দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন রোনালদো। এ প্রতিযোগীতায় কখনোই রোনালদো দেখেননি কোনো লাল কার্ড। কখনো তাকে মাঠ ছেড়ে উঠে যেতে হয়নি। কিন্তু বুধবার তার উজ্জ্বল ক্যারিয়ারে লাগল লাল দাগ!

রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এ বছর রোনালদো যোগ দিয়েছেন জুভেন্টাসে। তুরিনের ক্লাবটির হয়ে গতকাল তার চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক হল। কিন্তু অভিষেক পরিণত হলো বিষাদে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে লাল কার্ড হজম করেন সিআর সেভেন।

এরপর চোখে পানি নিয়ে মাঠ ছাড়েন রোনালদো। ড্রেসিং রুমে বসেই দলের জয় দেখেন। খেলা শেষের পর আর মাঠেও ফেরেননি। রোনালদোর লাল কার্ডে হতাশ অনেকেই। এ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। রোনালদোর বোন কাতিয়া অ্যাভেইরো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রোনালদোর ক্যারিয়ার ধ্বংস করতেই তাকে লাল কার্ড দেওয়া হয়েছে।

কাতিয়া অ্যাভেইরো লিখেছেন,‘এটা ফুটবলের লজ্জা…অবশ্যই ন্যায়বিচার পাওয়া যাবে। তারা আমার ভাইয়ের ক্যারিয়ারে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে কিন্তু ওপরে সৃষ্টিকর্তা আছেন। লজ্জাজনক কর্মকান্ড।’

রোনালদো উঠে যাওয়ার পরও দশজনের দল নিয়ে জুভেন্টাস দারুণ জয় পেয়েছে। ২-০ গোলে হারিয়েছে স্পেনের ক্লাব ভালেন্সিয়াকে।