‘‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হিলি স্থলবন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারও উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে প্রজেক্টরের সাহায্যে তিন দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলার উদ্বোধন করেন।
এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভীন, পৌরমেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর সার্কেলের এএসপি আখিউল ইসলাম, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক চৌধূরীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেলায় সর্বমোট ৩৮টি সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান স্টল নিয়ে অংশগ্রহন করেছেন। তারা ব্যানার ফেস্টুন, প্রজেক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড প্রদর্শন করছেন। পরে অতিথিবৃন্দর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলা আগামী ৬ অক্টোবর পর্যন্ত চলবে।
বিবি/ইএম



















