মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে ভালোবাসেন বলে জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্প ও সৌদি বাদশাহ মিলে মধ্যপ্রাচ্যে চরমপন্থা, চরমপন্থী মতাদর্শ এবং ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে অনেকদূর অগ্রসর হয়েছেন বলেও মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রভিত্তিক প্রকাশনা সংস্থা ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন যুবরাজ।
মার্কিন সাহায্য ছাড়া দুই সপ্তাহের বেশি সৌদি বাদশাহ ক্ষমতায় থাকতে পারবেন না বলে ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যের এক দিনের মাথায় এসব কথা বলেন মোহাম্মদ বিন সালমান।
৩৩ বছর বয়সী যুবরাজ বলেন, মিত্র দেশগুলোর মধ্যে মতভেদ হতে পারে। আর এক্ষেত্রে যে কারোরই স্বীকার করে নেওয়া উচিত যে বন্ধুদের মধ্যে কেউ ভালো কথা বলবে আবার কেউ কেউ খারাপ কথা বলতে। তিনি বলেন, ‘আপনি এমন ১০০ বন্ধু পেতে পারেন না যারা আপনার সম্পর্কে সব ভালো ভালো কথা বলবে। পরিবারের সদস্যদের ক্ষেত্রেও এটা হতে পারে। তো আমরা বিষয়টাকে সেই ভাবে দেখছি।’
গত বুধবার যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে আয়োজিত এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনীর সাহায্য না থাকলে দুই সপ্তাহও ক্ষমতায় টিকতে পারতেন না সৌদি বাদশাহ। তবে এবারই প্রথম সৌদি আরবের সমালোচনা করলেন না ট্রাম্প। এর আগে ২০১৫ সালেও তিনি বলেছিলেন, মার্কিনীদের কাছ থেকে সুরক্ষা সাহায্য নিতে গেলে সৌদি আরবকে আরো অর্থ খরচ করতে হবে।
বিবি/ইএম

























