১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

নরসিংদীর পলাশে সরকারের উন্নায়ন তুলে ধরতে বর্ণাট্য মোটর শোভাযাত্রা

নরসিংদীর পলাশে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে মোটর শোভাযাত্রাটি ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী রং-বেরংয়ের পোশাক পড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে অংশ নেয়।

শোভাযাত্রা থেকে পলাশ উপজেলাসহ দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য আহ্বান জানানো হয়।

নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এবং উপজেরা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী অংশ নেন।

বিবি/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

নরসিংদীর পলাশে সরকারের উন্নায়ন তুলে ধরতে বর্ণাট্য মোটর শোভাযাত্রা

প্রকাশিত : ০৫:২২:১২ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮

নরসিংদীর পলাশে বর্তমান সরকারের নানামুখী উন্নয়ন চিত্র সাধারণ জনগণের মাঝে তুলে ধরতে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ জাতীয় উন্নয়ন মেলার অংশ হিসেবে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার সকালে উপজেলার ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে মোটর শোভাযাত্রাটি ঘোড়াশাল পৌরসভাসহ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী রং-বেরংয়ের পোশাক পড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে মোটরসাইকেল ও গাড়ি নিয়ে অংশ নেয়।

শোভাযাত্রা থেকে পলাশ উপজেলাসহ দেশব্যাপী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য আহ্বান জানানো হয়।

নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন,সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এবং উপজেরা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পী অংশ নেন।

বিবি/ইএম