‘যত দ্রুত সম্ভব’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার সঙ্গে বৈঠকে বসতে সম্মত হয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট অফিস এক বিবৃতিতে একথা জানিয়েছে।
রবিবার তার এশিয়া সফরের অংশ হিসেবে উত্তর কোরিয়া সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সেখানে কিমের সঙ্গে বৈঠক করেন তিনি। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, পম্পেওর বৈঠকটি ভাল হয়েছে। বৈঠকে কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বৈঠকের ব্যাপারে সম্মতি দিয়েছেন।
এদিকে পম্পেও জানিয়েছেন, উত্তর কোরিয়ায় তার চতুর্থ সফর পরমাণু অস্ত্রমুক্ত উপদ্বীপ গড়তে আরেক দফা অগ্রগতি। কিম জং উনের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে আরো আলোচনা দরকার বলে উল্লেখ করেছেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উত্তর কোরিয়ায় তিন ঘণ্টার সফর শেষ করে গতকাল দক্ষিণ কোরিয়া যান। সেখানে দেশটির প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠক করেন।
বিবি/রেআ





















