কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় কেরিচো কাউন্টিতে এক বাস দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, একটি খাড়া ঢালু দিয়ে চলার সময় বাসটি রাস্তা থেকে সরে গিয়ে পাশের পরিখায় পড়ে যায়। বুধবার স্থানীয় সময় রাত ৪টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বাসটি নাইরোবি থেকে পশ্চিমাঞ্চলীয় শহর কাকামেগার উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৫২ জন যাত্রী ছিল।
রিফট ভ্যালির আঞ্চলিক পুলিশ প্রধান ফ্রান্সিস মুনিয়াম্বু বার্তা সংস্থা এপিকে বলেন যে, আহতদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর কেনিয়ায় প্রায় ৩০০০ মানুষ প্রাণ হারায়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, এ সংখ্যা ১২ হাজারের মতো হতে পারে।
বিবি/রেআ






















