মালয়েশিয়া মৃত্যুদন্ড রদ করতে যাচ্ছে। দেশটির মন্ত্রীসভা এ বিষয়ে সম্মত হয়েছে। এ সিদ্ধান্তের প্রশংসা করেছে মানবাধিকার সংগঠনগুলো। খবর এএফপি’র।
বৃহস্পতিবার দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া মন্ত্রী গোবিন্দ সিং দেও বলেন, ‘মন্ত্রীসভা মৃত্যুদন্ড বাতিলে সম্মত হয়েছে। খুব শিগগিরই আইন সংশোধন করা হবে।’
একই সঙ্গে মত প্রকাশের স্বাধীনতার পথ রুদ্ধ করে এমন কয়েকটি আইনও বাতিল করেছে মালয়েশিয়া।
চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভ করে মাহাথির মোহাম্মদের নের্তৃত্বাধীন জোট। নির্বাচনে প্রচারণায় তাদের প্রতিশ্রুতি ছিল উপনিবেশিক আমলের নিবর্তনমূলক আইনগুলো বাতিল করার। সে প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার এসব আইন বাতিল করে মালয়েশিয়ার মন্ত্রিসভা।
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন থাকার সময় সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক উপবেশিক আমলের আইন ব্যবহার করে বিরোধীদল ও ভিন্নমত দমন করতেন।
বিবি/এসআর






















