নারী মায়ের জাত, ইসলামে নারীর মর্যাদা অতুলনীয়।ইসলামে নারীর মর্যাদা স্বাতন্ত্র প্রমানিত হলেও জাহেলী যুগ প্রোথিত করার জলজান্ত করছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার নীলকমল ২ নং ওয়ার্ডে স্ত্রীর উপর গড়ম দা ছ্যাকা দেওয়ার নির্যাতনের ঘটনা।গত ( ৯ অক্টোবর ) মোঙ্গলবার বিকাল ৩ টা ৪৫ সময় স্বামী মোঃ জামাল গড়ম দাঁ দিয়ে তাকে নির্যাতন করে সেক্যুলার গনতন্ত্র নারীর যথার্থ মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ইসলামের প্রকৃত দৃষ্ঠিভঙ্গি সম্বন্ধে যথাযথ জ্ঞানের অভাব নারীর ভুলুন্ঠিত ও মিশ্র মর্যাদা প্রমান করছে। গড়ম দাঁ ছ্যাকা দিয়ে রিক্তা বেগম (২২) এর হাতে মুখে শরিরে গুরুতর ছেকা দিয়ে ক্ষত বিক্ষত করে মানুষের গড়া প্রাচীর ভাঙ্গিয়া করেছে একাকার।
আজ শুক্রবার (১২ অক্টোবর) নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগির হোসেন হাওলাদার গঠনাস্থলে সত্যতার প্রেক্ষিতে পুলিশ কে খবর দিলে থানা পুলিশ রিক্তা বেগম কে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য পরামর্শ প্রদান করেন।
ইসলামী শরীয়াহ মোতাবেক চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হোসেনের মেয়ে রিক্তা বেগমের সাথে নীলকমল ইউনিয়নের আঃ হানিফ এর ছেলে জামাল বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিবাহের পর থেকে রিক্তা বেগমকে মারধর ও মৌখিকভাবে নির্যাতন করে আসছে। অথচ অন্যায় জুলুম আর নির্যাতনের সাথে গত মোঙ্গল বার হেরে গিয়ে গরম দাঁ ছ্যাকায় জ্বলছে গেলেন রিক্তা বেগম। খবর পেয়ে আমাদের প্রতিনিধি বিষয়টি রিক্তার কাছে জানতে চাইলে তিনি জানানগত মঙ্গল বার (৯ অক্টোবর) বিকাল সারে তিনটার সময় জামাল দা ছ্যাকা দিয়ে শরিরের বিভিন্ন স্থানে ক্ষত বিক্ষত করেন।
পরিশেষে স্থানীয় লোক জনের সহযোগিতায় আজ শুক্রবার বেলা সাড়ে বারোটায় মিনিটের সময় নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান আলমগির হোসেন হাওলাদার দুলারহাট থানা পুলিশ কে খবর দিলে দুলারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান পাটওয়ারী নেতৃত্বে ওসি তদন্ত নওশের আলী, এস আই সাদ্দাম, এস আই সিদ্দিক, এ এস আই শহিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে পাষন্ড স্বামী জামাল কে কয়েক দফায় অভিযান চালিয়ে আটক করতে সক্ষম হয়েছে।নির্যাতিত রিক্তা কে পাশন্ড স্বামীর হাত থেকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুলারহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটওয়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন পাশন্ড স্বামী জামাল কে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো বলেন আধুনিক সময়ে এসে এ ধরনের অপরাধ নৈতিকতার চরম অবক্ষয়ের নির্দেশ করে।গ্রেফতারকৃত প্রকৃত আসামির শাস্তি পেতেই হবে।
বিবি /ইএম




















