সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন স্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। স্থানীয় সময় রবিবার সকালে হিলারি সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন।
হিলারি বলেছেন, ক্ষমতার অপব্যবহার করে হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিউনেস্কির সঙ্গে যৌনতায় জড়াননি তার স্বামী। তাই এই কাজের জন্য প্রেসিডেন্ট পদ না ছেড়ে ঠিকই করেছিলেন বিল ক্লিনটন।
২০ বছরেরও বেশি সময় আগে মনিকা লিউনেস্কির সঙ্গে বিল ক্লিনটনের যৌন কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। সেসময় বিল ক্লিনটনের পদত্যাগের দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। যদিও এই নিয়ে তখন একটি মন্তব্যও করেননি স্ত্রী হিলারি।
বিবি/রেআ
























