জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের পথেই হাঁটার কথা ভাবছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট ম্যারিসন বুধবার জানিয়েছেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে এ বিষয়ে নীতি পরিবর্তন করার বিষয়টি বিবেচনা করছে তার সরকার। বিবিসি, আল-জাজিরা।
নতুন এ ‘বিবেচনা’ বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের মতো আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে পারে অষ্ট্রেলিয়া। তবে বিষয়টি নিয়ে খুব বেশি ভাবছে না অস্ট্রেলিয়ার বর্তমান সরকার।
২০১৭ সালের ৭ ডিসেম্বর বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা উপেক্ষা করে তেল আবিবের বদলে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২১ ডিসেম্বর বিশাল ভোটের ব্যবধানে ট্রাম্পের ওই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জাতিসংঘ সাধারণ পরিষদ।
যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিল গুয়েতেমালা।
বিবি/এসআর
























