০৬:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

সাতক্ষীরায় সার্কিট হাউজে আগুন

সাতক্ষীরা সার্কিট হাউজের একটি ভিআইপি কক্ষ আগুনে পুড়ে গেছে। আগুনে একটি এসি, সোফা সেট ও জানালার ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সার্কিট হাউজের শিমুল নামের ভিআইপি কক্ষের এসি, সোফা সেটসহ জানালা পুড়ে গেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব বলেন, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সার্কিট হাউজে আগুন লাগার খবর শুনে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ট্যাগ :

সাতক্ষীরায় সার্কিট হাউজে আগুন

প্রকাশিত : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০১৭

সাতক্ষীরা সার্কিট হাউজের একটি ভিআইপি কক্ষ আগুনে পুড়ে গেছে। আগুনে একটি এসি, সোফা সেট ও জানালার ব্যাপক ক্ষতি হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস কর্মকর্তা নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সার্কিট হাউজের শিমুল নামের ভিআইপি কক্ষের এসি, সোফা সেটসহ জানালা পুড়ে গেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব বলেন, আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সার্কিট হাউজে আগুন লাগার খবর শুনে সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।