চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. রাসেল (১৯) নামে এক যুবক খুন হয়েছে। শনিবার রাত ১২টার দিকে হালিশহর থানার এ ব্লক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন এলাকার মুজিব মোল্লার ছেলে। তিনি একজন চটপটি বিক্রেতা ছিলেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে হালিশহর বাসস্ট্যান্ডে রাসেলের চটপটির দোকান সামনে মারামারির ঘটনা ঘটে। এতে রাসেলকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে গুরুত্বর জখম অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে কারা রাসেলকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।