আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো এমন স্লোগান কে সঙ্গে নিয়ে ২২ অক্টোবর (সোমবার) জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় গিয়ে শেষ হয়। পরে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিআরটিএ ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, সড়ক জনপদ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী আবদুল কাদের, বিআরটি লক্ষ্মীপুর শাখার সহকারী পরিচালক মো: আনোয়ার হোসেন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি কার্তিক সেন গুপ্ত, মেডিকেল অফিসার ডা: আরিফুর রহমান, শাহ আলম প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী বিভাগের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিবি /ইএম






















