সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের ফলে সৃষ্ট অস্বস্তিকর পরিবেশের মধ্যেই গতকাল মঙ্গলবার সৌদি আরবে বিনিয়োগ সম্মেলন শুরু হয়েছে। কারণ এই ঘটনার জেরে যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক ব্যবসায়ীরা সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করেছেন। সম্মেলন চলবে তিনদিন।
জানা যায়, খাসোগির হত্যার ঘটনায় সৌদি সরকারের ভূমিকা নিয়ে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা সেদেশে বিনিয়োগের উদ্যোগকে নিরুত্সাহিত করেছেন। এর আগে এই হত্যার কারণ দেখিয়ে সম্মেলন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন আইএমএফের প্রধান ক্রিস্টিনা লাগার্দও।
বিবি/রেআ
























