১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

সবুজ মনের সবুজ মানুষ মুকিত মজুমদার বাবুর জন্মদিন

সবুজ মনের সবুজ মানুষ মুকিত মজুমদার বাবু। শৈশব কৈশোরের দুরন্ত সময় কেটেছে সোঁদামাটির গন্ধে; প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। প্রকৃতির সঙ্গে গড়ে উঠেছে তাই নিবিড় সখ্য। হৃদয় দিয়ে তিনি অনুভব করেন প্রকৃতির আনন্দ-উচ্ছ্বাস, দুঃখ-বেদনা। অন্তর দিয়ে অনুধাবন করেন প্রকৃতির ভাষা। তাই বিষণ্ন প্রকৃতিকে প্রসন্ন করতে প্রকৃতি সংরক্ষণে এগিয়ে চলা।

সবুজে ঢেউ খেলানো বাংলার প্রকৃতি আজ অনেকটা বিবর্ণ। প্রকৃতি সংরক্ষণে উদ্যোগী হয়ে ২০০৯ সালে তিনিপ্রতিষ্ঠা করেন ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। তাঁরই পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চ্যানেল আইতে নিয়মিত প্রচারিত হচ্ছে বাংলাদেশের প্রথম প্রকৃতিবিষয়ক নতুন মাত্রার গবেষণাধর্মী, তথ্যবহুল ও শিক্ষামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’।

ইতোমধ্যেই দর্শকনন্দিত অনুষ্ঠানটি ২৯৪টি পর্ব প্রচার হয়েছে।তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে মুকিত মজুমদার বাবু শুধু প্রামাণ্য অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। সম্পাদনা করছেন বহুলপ্রচারিত দৈনিক যুগান্তরে পরিবেশবিষয়ক পাক্ষিক পূর্ণাঙ্গ রঙিন পাতা ‘প্রকৃতি ও জীবন’। পাশাপাশি প্রকৃতিবিষয়ক সুচিন্তিত মতামত, পরামর্শ ও অসঙ্গতি তুলে ধরছেন বিভিন্ন জাতীয় দৈনিকে।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— ‘আমার অনেক ঋণ আছে’, ‘আমার দেশ আমার প্রকৃতি’, ‘সবুজ আমার ভালোবাসা’‘আমার স্বপ্নের প্রকৃতি’। সচেতনতা বৃদ্ধিতে ফাউন্ডেশন থেকে প্রতি বছর প্রকাশিত হচ্ছে প্রকৃতিবিষয়ক ডিভিডি, লিফলেট ও ক্যালেন্ডার। অনুষ্ঠিত হচ্ছে অভিনব অবয়বেপ্রকৃতিমেলা। প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য প্রতি বছর ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে ‘প্রকৃতি সংরক্ষণ পদক’।

বন্যপ্রাণী অবমুক্তকরণ, পাখিশুমারী, জাতীয় চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যানে গাছের পরিচিতি ফলক সংযুক্তিকরণ, পরিবেশ ও প্রকৃতিবিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া এবং পরিবেশ সচেতনতাবিষয়ক স্কুল প্রোগ্রাম করাসহ বিভিন্ন গণসচেতনতামূলক কর্মকা্লের মাধ্যমে তিনি প্রকৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন।

ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু পরাধীনতার শৃঙ্খল ছিঁড়তে ১৯৭১ সালে যুদ্ধ করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। দেশ স্বাধীন হলেও যুদ্ধ তাঁর আজো চলমান। এ যুদ্ধ সবুজে সবুজে দেশটিকে ভরিয়ে দিতে, সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন গড়তে। পরিবেশবিষয়ক বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় পরিবেশ পদক-২০১৫’, ‘ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫’, ‘বিজনেস এক্সিলেন্সি এ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’, ‘এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২’ সহ বিভিন্ন পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি ও তাঁর প্রতিষ্ঠান‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।

স্ত্রী রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি, মেয়ে সোনালি, জামাতা তারিফ, ছেলে আকাশ ও আদরের নাতি কায়সানকে নিয়ে এই সবুজ মনের সবুজ মানুষটির সুখের সংসার। প্রকৃতি অন্তঃপ্রাণ এই মানুষটি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবস আজ

সবুজ মনের সবুজ মানুষ মুকিত মজুমদার বাবুর জন্মদিন

প্রকাশিত : ১২:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮

সবুজ মনের সবুজ মানুষ মুকিত মজুমদার বাবু। শৈশব কৈশোরের দুরন্ত সময় কেটেছে সোঁদামাটির গন্ধে; প্রকৃতির নিবিড় সান্নিধ্যে। প্রকৃতির সঙ্গে গড়ে উঠেছে তাই নিবিড় সখ্য। হৃদয় দিয়ে তিনি অনুভব করেন প্রকৃতির আনন্দ-উচ্ছ্বাস, দুঃখ-বেদনা। অন্তর দিয়ে অনুধাবন করেন প্রকৃতির ভাষা। তাই বিষণ্ন প্রকৃতিকে প্রসন্ন করতে প্রকৃতি সংরক্ষণে এগিয়ে চলা।

সবুজে ঢেউ খেলানো বাংলার প্রকৃতি আজ অনেকটা বিবর্ণ। প্রকৃতি সংরক্ষণে উদ্যোগী হয়ে ২০০৯ সালে তিনিপ্রতিষ্ঠা করেন ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’। তাঁরই পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় চ্যানেল আইতে নিয়মিত প্রচারিত হচ্ছে বাংলাদেশের প্রথম প্রকৃতিবিষয়ক নতুন মাত্রার গবেষণাধর্মী, তথ্যবহুল ও শিক্ষামূলক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’।

ইতোমধ্যেই দর্শকনন্দিত অনুষ্ঠানটি ২৯৪টি পর্ব প্রচার হয়েছে।তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে মুকিত মজুমদার বাবু শুধু প্রামাণ্য অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। সম্পাদনা করছেন বহুলপ্রচারিত দৈনিক যুগান্তরে পরিবেশবিষয়ক পাক্ষিক পূর্ণাঙ্গ রঙিন পাতা ‘প্রকৃতি ও জীবন’। পাশাপাশি প্রকৃতিবিষয়ক সুচিন্তিত মতামত, পরামর্শ ও অসঙ্গতি তুলে ধরছেন বিভিন্ন জাতীয় দৈনিকে।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— ‘আমার অনেক ঋণ আছে’, ‘আমার দেশ আমার প্রকৃতি’, ‘সবুজ আমার ভালোবাসা’‘আমার স্বপ্নের প্রকৃতি’। সচেতনতা বৃদ্ধিতে ফাউন্ডেশন থেকে প্রতি বছর প্রকাশিত হচ্ছে প্রকৃতিবিষয়ক ডিভিডি, লিফলেট ও ক্যালেন্ডার। অনুষ্ঠিত হচ্ছে অভিনব অবয়বেপ্রকৃতিমেলা। প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য প্রতি বছর ফাউন্ডেশন থেকে দেয়া হচ্ছে ‘প্রকৃতি সংরক্ষণ পদক’।

বন্যপ্রাণী অবমুক্তকরণ, পাখিশুমারী, জাতীয় চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যানে গাছের পরিচিতি ফলক সংযুক্তিকরণ, পরিবেশ ও প্রকৃতিবিষয়ক বিভিন্ন গবেষণা কার্যক্রম এগিয়ে নেয়া এবং পরিবেশ সচেতনতাবিষয়ক স্কুল প্রোগ্রাম করাসহ বিভিন্ন গণসচেতনতামূলক কর্মকা্লের মাধ্যমে তিনি প্রকৃতি সংরক্ষণে কাজ করে যাচ্ছেন।

ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু পরাধীনতার শৃঙ্খল ছিঁড়তে ১৯৭১ সালে যুদ্ধ করেছেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। দেশ স্বাধীন হলেও যুদ্ধ তাঁর আজো চলমান। এ যুদ্ধ সবুজে সবুজে দেশটিকে ভরিয়ে দিতে, সুন্দর প্রকৃতিতে সুস্থ জীবন গড়তে। পরিবেশবিষয়ক বহুমাত্রিক কাজের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় পরিবেশ পদক-২০১৫’, ‘ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫’, ‘বিজনেস এক্সিলেন্সি এ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪’, ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন-২০১৩’, ‘এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২’ সহ বিভিন্ন পুরষ্কার ও সম্মাননা অর্জন করেছেন তিনি ও তাঁর প্রতিষ্ঠান‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’।

স্ত্রী রন্ধনশিল্পী কেকা ফেরদৌসি, মেয়ে সোনালি, জামাতা তারিফ, ছেলে আকাশ ও আদরের নাতি কায়সানকে নিয়ে এই সবুজ মনের সবুজ মানুষটির সুখের সংসার। প্রকৃতি অন্তঃপ্রাণ এই মানুষটি আজকের দিনে জন্মগ্রহণ করেন।

বিবি/রেআ