জাতি,ধর্ম,বর্ণের অস্তিত্ব ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবছরেও রাঙামাটিতে ধর্মীয় ভাব মর্যাদায় বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা পালিত হয়েছে। ২৪ অক্টোবর (বুধবার) রাঙামাটি রাজবন বিহার সহ রাঙামাটির বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রবারনা পূর্ণিমা পালিত হয়। সকালে লুনা চাকমা উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় ধর্মীয়ানুষ্ঠান। পঞ্চশীল প্রার্থনার মধ্যে দিয়ে বুদ্ধ পুজা, সীবলী পুজা, উপগুপ্ত বুদ্ধ পুজা, বনভান্তে পুজা, তাবতিংশ পুজা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিস্কার দান, হাজার বাতি দান, প্যাগোডা উদ্দ্যশে টাকা দানসহ নানাবিধ দান উৎসর্গ সহ আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজবন বিহারের উপাসক উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান। অনুষ্ঠানে হাজারো পুণ্যার্থীর ঢল অংশগ্রহন করে।
এসময় প্রবারণা পূর্ণিমার তাৎপর্য বিষয় উল্লেখ পূর্বক রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির বলেন, প্রবারনা পুর্ণিমার অধিস্তান অতি গুরুত্বপূর্ণ। বছরে একবার প্রবারনা করা হয়। কোন ভিক্ষু সংঘ যদি বর্ষবাস পালন করে থাকেন তাহলে প্রবারনা অবশ্যই করতে হবে । প্রজ্ঞালংকার মহাস্থবির আরো বলেন অন্যান্য জন্মদিনের তুলনায় এবছর মহাসাধক বনভান্তের ১০০ তম জন্মদিন আকর্ষণীয় ভাবে উদযাপনে উদযাপন করার চেষ্টা করা হবে।
চেয়ারম্যান বৃষকেতু চাকমা স্বাগত বক্তব্য বলেন, আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত এই তিন মাস ভিুরা বর্ষবাস রাখেন। বর্ষাবাস শেষ করে প্রবারনা পূর্ণিমায় বষর্বাস শেষ করে থাকেন । তারপর থেকে এক মাস পর্যন্ত ধর্ম প্রচার ও সদ্বর্ম দেশনা বিভিন্ন জায়গায় প্রদান করে থাকেন। তিনি আরো বলেন- বাংরাদেশ উন্নয়নের ক্ষেত্রে বেশ ভূমিকা রেখেছে। তাই উন্নয়নশীল দেশ হিসেবে উন্নয়নের ধারাবাহিকতার ধরে রেখে মারামারি হিংসা হানাহানি বর্জন করে সুশিার েেত্র এগিয়ে যেতে হবে।
এছাড়া অনুষ্ঠানে বিহারের সার্বিক উন্নয়ন ও পরিচালনার জন্য রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ২ ল টাকা অনুদান প্রদান করা হয়।এসময় অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে বরকল উপজেলা চেয়ারম্যান মনি চাকমা দুইটি সৌরবিদ্যুত ভিুসংঘের উদ্দেশ্য প্রদান করেন। প্রাক্তন উপমন্ত্রি মনিস্বপন দেওয়ান , উপাসক উপাসিকা পরিষদের সহ-সভাপতি নিরুপা দেওয়ান , সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিতা চাকমা, বরকল উপজেলার চেয়ারম্যান মনি চাকমা, জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা প্রমূখ ব্যক্তি উপস্থিত ছিলেন।
বিবি / ইএম






















