গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) জন হয়রানি কমাতে থেকে নির্ধারিত ফরমে জিডি করার কার্যক্রম চালু করেছে। মঙ্গলবার দুপুরে জিএমপির সদর থানায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ সমীর চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ক্রাইম)কে এম শরিফুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো: খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহিম সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো: মনজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ রুহুল আমিন সরকার ও উর্ধতন পুলিশ কর্মকর্তা এবং গাজীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।নির্ধারিত ফরমে জিডি কার্যক্রম উদ্বোধন করে বক্তব্য দিতে গিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অনুসরণ করেই এ পদ্ধতির প্রচলন করা হলো। ডিএমপি এই পদ্ধতি চালু করে ভালো ফলাফল লাভ করেছে, সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নাররিক সুবিধা বাড়াতে আজ চালু করা হলো নির্ধারিত ফরমে জিডি করার কার্যক্রম।এসময় তিনি আরো বলেন, অনেক সাধারণ মানুষ থানায় এসে কাগজ, কলম বা জিডি লেখার উপায় খোঁজে পান না। এসব কাজে সহায়তার জন্য এবং জন হয়রানি এড়াতে নির্ধারিত ফরমে সাধারণ ডায়েরীকরণ কার্যক্রম একযোগে জিএমপির আটটি থানায় চালু করা হয়েছে। জটিলতা এড়াতে ফরমগুলোর নির্দিষ্ট সিরিয়াল নাম্বারও থাকবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকার মহিউদ্দিনের স্ত্রী শাহিদা বেগম পাসপোর্ট সংক্রান্ত সাধারণ ডায়েরী করতে এসে এ পদ্ধতির ব্যাপারে বলেন, এটি স্বল্প সময়ে ও সহজে করা সম্ভব হয়েছে।এ পদ্ধতিতে সাধারণ ডায়েরী সত্যিকার অর্থে জনহয়রানি বন্ধে সহযোগিতা করবে।
বিবি/ ইএম






















