সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড একটি জঘন্য পাপাচার। আর যে কাজটি করেছে তাদের অবশ্যই বিচার হবে। গতকাল বুধবার জামাল খাশোগি হত্যা নিয়ে প্রথমবারের মত এসব কথা বলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। খবর এনডিটিভির।
সালমান আরো বলেন, সৌদি আরব এ হত্যার ন্যায় বিচার করবে। এটা সৌদি আরবের সকলের কাছে অনেক কষ্টের।যেসব পাপাচারী এত বড় জঘন্য কাজ করেছে তাদের শাস্তি পেতেই হবে।
একটি মহল এই হত্যা কাণ্ডকে কাজে লাগিয়ে সৌদি আরব ও তুরস্কের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমার বাবা যতদিন বেঁচে আছেন এবং আমি সৌদি আরবের যুবরাজ হিসেবে আছি তা কখনো হতে দিব না, বলেন সালমান।
বিবি/রেআ
























