গাজায় উপত্যকার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ইসরাইলি সীমান্তের কাছে ইসরাইলের বিমান হামলায় তিন শিশুসহ পাঁচ ফিলিস্তিনী নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেন, জরুরি কর্মীরা লাশগুলোকে হাসপাতালে নিয়ে এসেছে। নিহত তিন শিশুর বয়স ১৩ ও ১৪ বছর।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা বলেছে, খান ইউনিসে বোমা হামলাস্থলে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেও গুলি করেছে ইসরাইলি সৈন্যরা।
এদিকে ইসরাইল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা সীমান্তের কাছে একদল ফিলিস্তিনীকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে তিন ফিলিস্তিনী গাজার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা বেড়া ক্ষতি করার ও এর কাছে বিস্ফোরক দ্রব্য পেতে রাখার চেষ্টা চালায়। এর জবাবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস তাদের লক্ষ্য করে হামলা চালায়। সূত্র: এএফপি ও আল জাজিরা
বিবি/জেজে
























