আগের দিন ব্যাপক পতন হলেও সোমবার (২৯ অক্টোবর) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একইসঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫২৪৬ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ ও ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৯ ও ১৮৬০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৪৪২ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৩৭১ কোটি টাকা।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে ১৯৯টি বা ৫৮.৭০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১১০টি বা ৩২.৪৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি বা ৮.৮৫ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এ দিন কোম্পানির ২০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকের ১৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইনটেক।
লেনদেনে এরপর রয়েছে- পেনিনসুলা, সায়হাম টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, বিবিএস কেবলস, গ্রামীণফোন এবং সামিট পাওয়ার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩০টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। সিএসইতে আজ মোট ২৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিবি/জেজে

























