বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মা ইলিশ রক্ষায় সাহসী ভূমিকা রাখায় অভিনন্দন সম্মানে ভূষিত হলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার । তিনি জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা নদীতে ‘মা ইলিশ রক্ষা অভিযান’ চালিয়ে জাতীয় সম্পদ রক্ষায় সাহসী দৃষ্টান্ত স্থাপন করায় বিসিএস (প্রশাসন) ক্যাডার তথ্য বাংলাদেশ সিভিল সার্ভিসের মর্যাদা অনেক বৃদ্ধি পেয়েছে।
আমাদের প্রত্যাশা দেশ মাতৃকার সেবায় আপনার এই ভূমিকা অব্যাহত থাকবে।
উল্লেখ্য,গত ১৮ অক্টোবর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় সাহসী ভূমিকা রাখার জন্য মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবি/ ইএম






















