একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেন । রবিবার (১১ নভেম্বর) সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার নিজ এলাকার আওয়ামী লীগের সিনিয়র এবং জুনিয়র নেতা-কর্মীরা, সে সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন, রবিবার বিকাল ৫টায় আবেদনপত্র জমা দেন তরুন এই জন-বান্ধব নেতা ।
তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর উপ-কমিটির সদস্য ও বাংলাদেশ কেন্দ্রীয় যুব-লীগের সহ-সম্পাদক এবং দৈনিক জাতীয় পত্রিকা যায়যায় কাল এর সম্পাদক ও প্রকাশক জনাব আলামিনুল হক আলামিন ।
নবীনগর-(৫) আসনের জন্য তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনে জমা দেন ।
মনোনয়নপত্র জমাদান কালে আলামিন বলেন,শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ সহ ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন একনিষ্ঠ কর্মী হয়ে দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি থেকে শুরু করে দলকে ভালবেসে সব সময় নেতা-কর্মীদের পাশেই ছিলাম। বরাবরের মত জনগণের পাশে থাকতে চাই। আমার বিশ্বাস দেশরত্ন শেখ হাসিনা সৎ, শিক্ষিত,তরুণ ও ত্যাগীদের মূল্যায়ন করবেন। তাই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকেই নৌকা দর্লীয় প্রতীক দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস তাই আজ দর্লীয় নেতা-কর্মীদের নিয়ে এই মনোয়নপত্র সংগ্রহ করে জমা দিলাম।
উল্লেখ্য,ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নবীনগর পৌরসভা, বড়াইল ইউনিয়ন, বীরগাঁও ইউনিয়ন, কৃষ্ণনগর ইউনিয়ন, নাটঘর ইউনিয়ন, বিদ্যাকুট ইউনিয়ন, পূর্ব নবীনগর ইউনিয়ন, পশ্চিম নবীনগর ইউনিয়ন, বিটঘর ইউনিয়ন, শিবপুর ইউনিয়ন, শ্রীরামপুর ইউনিয়ন, জিনোদপুর ইউনিয়ন, লাউরফতেপুর ইউনিয়ন, ইব্রাহিমপুর ইউনিয়ন, সাতমোড়া ইউনিয়ন, শ্যামগ্রাম ইউনিয়ন, রসুল্লাবাদ ইউনিয়ন, রতনপুর ইউনিয়ন, উত্তর কাইতলা ইউনিয়ন ও দক্ষিণ কাইতলা ইউনিয়ন নিয়ে গঠিত।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার (৮ নভেম্বর)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর (রোববার)। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।
এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্র“য়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।
তফসিল ঘোষণার পরই দেশের ৩০০ সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা/জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। ।
বিবি/ ইএম




















