বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনূর।এক সময় সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মাতিয়ে রাখতেন তিনি। তাই শাবনূর নামের সঙ্গেই চোখের সামনে ভেসে উঠে তার অভিনীত ছবিগুলোর দৃশ্যপট। এ অভিনেত্রীই এখন কাজের বাইরে। অভিনয়ে আসি আসি করেও আসছেন না তিনি। অথচ অপেক্ষায় আছেন শাবনূর ভক্তরা।
অভিনয়ে ফিরছেন না কেন? এমন প্রশ্ন নিয়েই অনলাইন যোগাযোগ করে শাবনূরের সঙ্গে। উত্তরে শাবনূর বলেন, ‘আমি আরও কিছুদিন সময় চাই। ফেরার জন্য আমিও চেষ্টা করছি। তবে ক্যামেরার সামনে ফিরতে হলে আমাকে আরও ফিট হতে হবে। এখন সে চেষ্টাই করছি। ওজন কমানো খুব কঠিন একটা কাজ। হঠাৎ করে ওজন কমানো সম্ভব না। ফিট হবার জন্য আরও সময় প্রয়োজন।’
ক্যামেরার সামনে না থাকলেও শাবনূর এখন বেশ সরব। শোবিজের মানুষদের সঙ্গে বেশ যোগাযোগ তার। শোবিজের মানুষদের যে কোন অনুষ্ঠানে যাচ্ছেন, সবার সঙ্গে মিশছেন। জুনিয়র ও সিনিয়র সব শিল্পীদের সঙ্গেই কখনও বন্ধু কখনও আবার অভিভাবকের মতো মিশছেন। এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘আমার তো এখন ঘরে বসে থাকতে ভালো লাগে না। সবার সঙ্গেই মিশছি। হুট করেই কারও বাসায় গিয়ে চমকে দিচ্ছি। তাদের সঙ্গে আড্ডা দিচ্ছি। প্রায় অনুষ্ঠানেই উপস্থিত হওয়ার চেষ্টা করছি।’
শাবনূর
এদিকে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এত প্রেম এত মায়া’ নামের একটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ছবিটিতেও অভিনয় করার কথাও শাবনূরের। ছবিটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই বললাম আমার আরও কিছু সময় দরকার। ফিট না হয়ে ফিরলে তো দর্শকরাই আমার সমালোচনা করবেন।’
সিনেমা প্রযোজনাও তো করতে পারেন? প্রশ্ন রাখতেই শাবনূর বলে উঠেন ‘এমন ইচ্ছে যে নেই তা কিন্তু নয়। এখন তো চলচ্চিত্রের দিন আবারও ভালোর দিকে যাচ্ছে। লাস্ট ‘পোড়ামন টু’ আর ‘দেবী’ দেখলাম। ছবি দুটি নাকী ভালো ব্যবসা করছে। ছবির ব্যবসা আরও ঘুরবে। চলচ্চিত্র আরও ভালো অবস্থানে যাবে। তখন অনেক মানুষও আবার চলচ্চিত্র ব্যবসায় ফিরবে।ছবি পরিচালনাও করতে চাই আমি। সব কিছু নিয়েই আমার সময় দরকার। সবাই দোয়া করবেন।’
একসঙ্গে শাবনূর,মৌসুমী ও পপি
শোবিজের অনেকেই তো নির্বাচনে দাঁড়াচ্ছেন। এমন কোন ইচ্ছে আছে কী? শাবনূর বলেন, ‘এগুলো নিয়ে আমি ভাবছি না। আমি চলচ্চিত্র নিয়েই ভাবতে চাই।’
১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। পারিবারিক ভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর। পরে স্বনামধন্য নির্মাতা এবং তার মেনটর এহতেশামের দেয়া শাবনূর নামেই তার পরিচিতি হয়। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘চাঁদনী রাতে’ ১৯৯৩ সালে মুক্তি পায়। পরে চিত্র নায়ক সালমান শাহের সাথে জুটি বেধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। যার প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদন্ডে সফল।
বিবি/রেআ

























