আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য আজ সোমবার (১২ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হিরো আলম। জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে তিনি নিজেই নিশ্চিত করেছেন। বগুড়া-৬ আসন থেকে এমপি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা।
সোমবার (১২ নভেম্বর) বিকেলে হিরো আলম সময় সংবাদকে বলেন, ‘আমি আগে থেকেই একটু বেশি সাহসী তা তো আপনারা জানেনই। আমার জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। ইনশাল্লাহ এখানেও আমি আশাবাদী।’
হিরো আলম আরো বলেন, ‘আমি নিজে গরিব, আমি গরিবের কষ্ট বুঝি। মানুষের উপকারে আসার চেষ্টা করি সব সময়। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই। আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা অনেক আগে থেকেই বলে আসছিলেন অভিনেতা হিরো আলম। এরপর তিনি জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের সঙ্গে দেখাও করেছেন।
বিবি/এসআর


























