০৭:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

হাসপাতালে শুয়েই তনুশ্রীকে নিয়ে বিস্ফোরক রাখি

তনুশ্রী দত্তকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি সাওয়ান্ত। মহিলা কুস্তিগীরকে দিয়ে মার খাওয়ানোর পিছনে তনুশ্রীর হাত রয়েছে বলে অভিযোগ আনলেন রাখি।

রাখি অভিযোগ করেন, রিং-এ উঠে তিনি নাচ করছিলেন। আচমকা ওই মহিলা কুস্তিগীর রিং-এর মধ্যে উঠে যান। তার পরে কোনো রকম প্ররোচনা ছাড়াই হঠাৎ হামলা করেন তার উপরে। তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেন তাকে।

রাখিরও আরও অভিযোগ, এর আগে তার গায়ে হাত দেয়ার সাহস কেউ করতে পারেনি। এই কুস্তিগীর আমেরিকা থেকে এসেছেন। আবার তনুশ্রী দত্তও আমেরিকা থেকে এসেছে। দু’জনের মধ্যে কোনো যোগসাজোশ নিশ্চয়ই রয়েছে। আমার তো মনে হয়, তনুশ্রী আমাকে মারার জন্য ওই কুস্তিগীরকে এখানে পাঠিয়েছেন।

রাখির এমন অভিযোগ তোলার পরে তনুশ্রী এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।

প্রসঙ্গত, টেলিভিশনের ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত। কুস্তির রিং-এ নাচছিলেন তিনি। কিন্তু সে সময় হঠাৎই ঘটে যায় অঘটন। কুস্তির প্যাঁচে কায়দা করে রাখিকে তুলে আছড়ে ফেলে দিলেন এক নারী কুস্তিগীর। এরপরেই দেখা যায়, রিংয়ের মধ্যেই শুয়ে যন্ত্রণায় কাতরাতে রাখিকে। এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলার তাও দেবী লাল স্টেডিয়ামে।

কুস্তিগীরের হাতে আছাড় খেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন রাখি। শিরদাঁড়ায় আঘাত লেগেছে বলেও দাবি করেছেন রাখি।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

হাসপাতালে শুয়েই তনুশ্রীকে নিয়ে বিস্ফোরক রাখি

প্রকাশিত : ০৭:৩৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮

তনুশ্রী দত্তকে নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন রাখি সাওয়ান্ত। মহিলা কুস্তিগীরকে দিয়ে মার খাওয়ানোর পিছনে তনুশ্রীর হাত রয়েছে বলে অভিযোগ আনলেন রাখি।

রাখি অভিযোগ করেন, রিং-এ উঠে তিনি নাচ করছিলেন। আচমকা ওই মহিলা কুস্তিগীর রিং-এর মধ্যে উঠে যান। তার পরে কোনো রকম প্ররোচনা ছাড়াই হঠাৎ হামলা করেন তার উপরে। তুলে নিয়ে ছুঁড়ে ফেলে দেন তাকে।

রাখিরও আরও অভিযোগ, এর আগে তার গায়ে হাত দেয়ার সাহস কেউ করতে পারেনি। এই কুস্তিগীর আমেরিকা থেকে এসেছেন। আবার তনুশ্রী দত্তও আমেরিকা থেকে এসেছে। দু’জনের মধ্যে কোনো যোগসাজোশ নিশ্চয়ই রয়েছে। আমার তো মনে হয়, তনুশ্রী আমাকে মারার জন্য ওই কুস্তিগীরকে এখানে পাঠিয়েছেন।

রাখির এমন অভিযোগ তোলার পরে তনুশ্রী এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি।

প্রসঙ্গত, টেলিভিশনের ‘ড্রামা কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত। কুস্তির রিং-এ নাচছিলেন তিনি। কিন্তু সে সময় হঠাৎই ঘটে যায় অঘটন। কুস্তির প্যাঁচে কায়দা করে রাখিকে তুলে আছড়ে ফেলে দিলেন এক নারী কুস্তিগীর। এরপরেই দেখা যায়, রিংয়ের মধ্যেই শুয়ে যন্ত্রণায় কাতরাতে রাখিকে। এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলার তাও দেবী লাল স্টেডিয়ামে।

কুস্তিগীরের হাতে আছাড় খেয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন রাখি। শিরদাঁড়ায় আঘাত লেগেছে বলেও দাবি করেছেন রাখি।

বিবি/এসআর