তবে কি মালাইকা আরোরাকেই বিয়ে করছেন অর্জুন কাপুর? দীর্ঘদিন ধরেই অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল বলিউডে। শোনা যায়, অর্জুনের প্রেমে পড়েই নাকি আরবাজ খানের সঙ্গে দীর্ঘ দাম্পত্যে ইতি টেনেছেন মালাইকা। বিয়ের জল্পনাও ছিল নতুন জুটির। এবার সম্ভবত সেই জল্পনাই সত্যি হতে চলেছে।
করণ জোহরের চ্যাট শো’তে গিয়ে সম্প্রতি অর্জুন স্বীকার করেছেন, তিনি সিঙ্গল নন। প্রেমের সম্পর্কে রয়েছেন। আর এই খবর অর্জুন যে স্বীকার করলেন, তা এতটাই নতুন যে ওই চ্যাট শোতে অর্জুনের পাশে বসা তার সৎবোন জাহ্নবী কাপুরও অবাক হয়ে যান।
আসলে করণ প্রশ্ন করেছিলেন, নিজের ভালবাসার মানুষটির কথা পরিবারকে কবে জানাবেন অর্জুন? উত্তরে জাহ্নবীর পাশে বসে নায়ক বলেন, এইমাত্র সেটা ঘটল।
পার্টি হোক বা ডিনার ডেট- বহুবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অর্জুন-মালাইকা। এমনকি ইতালের মিলানে তারা একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি গাঁটছড়া বাঁধবেন এই জুটি।
সত্যিই কি তাই? কবে বিয়ে করছেন? করণের এই সোজাসুজি প্রশ্নের উত্তরে অর্জুন বলেন, এখন আমি বিয়ের জন্য তৈরি। কিন্তু আগে ছিলাম না।
যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ মালাইকা। দিন কয়েক আগেই তিনি সাংবাদিকদের বলেন, ব্যক্তিগত প্রশ্নের উত্তর কখনো দিই না আমি। এমন নয় যে সে সব প্রশ্নের উত্তর দিতে আমার লজ্জা হয়। আসলে ব্যক্তিগত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে আমি স্বচ্ছন্দ নই। শুধুমাত্র এটা বলতে পারি, জীবনটা এনজয় করছি।
বিবি/জেজে


























