১০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

বিয়ের পর দীপিকাকে যা বললেন রণবীর?

১০ দিনের বেশি হয়ে গেল সাতপাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোতে বিয়ের পর বেঙ্গালুরুতে রিসেপশনও সেরেছেন এই জুটি। এবার মুম্বইয়ের রিসেপশনের অপেক্ষা।

এর মধ্যেই বিয়ের ছবি শেয়ার করেছেন দীপ-বীর। প্রকাশ্যে এসেছে এই রাজকীয় বিয়ের অন্দরের বেশ কিছু ভিডিও। তারই একটিতে দেখা যাচ্ছে, বিয়ের ঠিক পর নতুন বউকে কিছু বলছেন রণবীর।

ওই নির্দিষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের ওপর দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। রণবীর বলছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটিকে আমি বিয়ে করেছি। আর এ কথা শুনে হেসে ফেলেছেন দীপিকা।

বেঙ্গালুরুর রিসেপশনে অতিথিদের জন্য বিশেষ একটি রিটার্ন গিফটের ব্যবস্থা করেছিলেন দম্পতি। রূপোর ফ্রেমে বাঁধানো নিজেদের বিয়ের একটি ছবি অতিথিদের উপহার হিসেবে দিয়েছেন তারা। দীপিকা-রণবীরের রিসেপশন হয়েছে বেঙ্গালুরুর লীলা প্যালেসে। প্রকৃত অর্থেই প্রাসাদ বলা যায় এই লীলা প্যালেসকে। গোলাপ দিয়ে সাজানো হয়েছিল দীপিকা আর রণবীরের বসার জায়গাটি।

ইতালিতে হাতে গোনা ঘনিষ্ঠ ৩০ জন অতিথিকে নিয়ে গিয়েছিলেন নায়ক-নায়িকা। বেঙ্গালুরুতে হাজির ছিলেন আত্মীয়রা। তবে অনিল কুম্বলে, পিভি সিন্ধুর মতো তারকাকেও দেখা গিয়েছে। এবার মু্ম্বইয়ের পার্টিতে বলি মহলের প্রায় সব তারকাই উপস্থিত থাকবেন বলে খবর।

প্লাস্টিকে ‘না’

এদিকে বেঙ্গালুরুর এই রিসেপশন পার্টিতে দীপ-বীরের পরিবার ও বন্ধুদের অভ্যর্থনার জন্য কোনো প্লাস্টিকের ব্যবহার করা হয়নি। বস্তুত পুরো অভ্যর্থনা স্থলটিকেই প্লাস্টিকমুক্ত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। এমনকি খাবারও পরিবেশন হয়েছে আখের তন্তু থেকে বিশেষ উপায়ে তৈরি পরিবেশবান্ধব সরঞ্জামে।

এই আখের তন্তু থেকে তৈরি সরঞ্জামগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বিনষ্ট হয়ে যায়। যেখানে প্লাস্টিক বিনষ্ট হতে সময় নেয় কম করে প্রায় ৫০০ বছর।

আখের তন্তু থেকে তৈরি এই পরিবেশ বান্ধব সরঞ্জাম সরবরাহের দায়িত্বে ছিল ‘চাক’ বলে উত্তরপ্রদেশের একটি সংস্থার। দীপ-বীরের রিসেপশন পার্টিতে পরিবেশবান্ধব প্রায় ৭৫,০০০ সরঞ্জাম তারা সরবরাহ করেছে বলে দাবি এই সংস্থার।

এই সংস্থার ভাইস চেয়ারম্যান বেদ কৃষ্ণর মতে, দীপিকা-রনবীরের এই পদক্ষেপ প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করতে অনেককে অনুপ্রাণিত করবে। দীপিকা-রনবীরের এই পদক্ষেপ বাহবা কুড়িয়েছে পরিবেশবিদদেরও।

বিবি/জেজে

ট্যাগ :
জনপ্রিয়

বিয়ের পর দীপিকাকে যা বললেন রণবীর?

প্রকাশিত : ১১:৩৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮

১০ দিনের বেশি হয়ে গেল সাতপাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ইতালির লেক কোমোতে বিয়ের পর বেঙ্গালুরুতে রিসেপশনও সেরেছেন এই জুটি। এবার মুম্বইয়ের রিসেপশনের অপেক্ষা।

এর মধ্যেই বিয়ের ছবি শেয়ার করেছেন দীপ-বীর। প্রকাশ্যে এসেছে এই রাজকীয় বিয়ের অন্দরের বেশ কিছু ভিডিও। তারই একটিতে দেখা যাচ্ছে, বিয়ের ঠিক পর নতুন বউকে কিছু বলছেন রণবীর।

ওই নির্দিষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে, মঞ্চের ওপর দাঁড়িয়ে রয়েছেন নবদম্পতি। রণবীর বলছেন, পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটিকে আমি বিয়ে করেছি। আর এ কথা শুনে হেসে ফেলেছেন দীপিকা।

বেঙ্গালুরুর রিসেপশনে অতিথিদের জন্য বিশেষ একটি রিটার্ন গিফটের ব্যবস্থা করেছিলেন দম্পতি। রূপোর ফ্রেমে বাঁধানো নিজেদের বিয়ের একটি ছবি অতিথিদের উপহার হিসেবে দিয়েছেন তারা। দীপিকা-রণবীরের রিসেপশন হয়েছে বেঙ্গালুরুর লীলা প্যালেসে। প্রকৃত অর্থেই প্রাসাদ বলা যায় এই লীলা প্যালেসকে। গোলাপ দিয়ে সাজানো হয়েছিল দীপিকা আর রণবীরের বসার জায়গাটি।

ইতালিতে হাতে গোনা ঘনিষ্ঠ ৩০ জন অতিথিকে নিয়ে গিয়েছিলেন নায়ক-নায়িকা। বেঙ্গালুরুতে হাজির ছিলেন আত্মীয়রা। তবে অনিল কুম্বলে, পিভি সিন্ধুর মতো তারকাকেও দেখা গিয়েছে। এবার মু্ম্বইয়ের পার্টিতে বলি মহলের প্রায় সব তারকাই উপস্থিত থাকবেন বলে খবর।

প্লাস্টিকে ‘না’

এদিকে বেঙ্গালুরুর এই রিসেপশন পার্টিতে দীপ-বীরের পরিবার ও বন্ধুদের অভ্যর্থনার জন্য কোনো প্লাস্টিকের ব্যবহার করা হয়নি। বস্তুত পুরো অভ্যর্থনা স্থলটিকেই প্লাস্টিকমুক্ত অঞ্চল ঘোষণা করা হয়েছিল। এমনকি খাবারও পরিবেশন হয়েছে আখের তন্তু থেকে বিশেষ উপায়ে তৈরি পরিবেশবান্ধব সরঞ্জামে।

এই আখের তন্তু থেকে তৈরি সরঞ্জামগুলো ৬০ থেকে ৯০ দিনের মধ্যে বিনষ্ট হয়ে যায়। যেখানে প্লাস্টিক বিনষ্ট হতে সময় নেয় কম করে প্রায় ৫০০ বছর।

আখের তন্তু থেকে তৈরি এই পরিবেশ বান্ধব সরঞ্জাম সরবরাহের দায়িত্বে ছিল ‘চাক’ বলে উত্তরপ্রদেশের একটি সংস্থার। দীপ-বীরের রিসেপশন পার্টিতে পরিবেশবান্ধব প্রায় ৭৫,০০০ সরঞ্জাম তারা সরবরাহ করেছে বলে দাবি এই সংস্থার।

এই সংস্থার ভাইস চেয়ারম্যান বেদ কৃষ্ণর মতে, দীপিকা-রনবীরের এই পদক্ষেপ প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহার করতে অনেককে অনুপ্রাণিত করবে। দীপিকা-রনবীরের এই পদক্ষেপ বাহবা কুড়িয়েছে পরিবেশবিদদেরও।

বিবি/জেজে