১১:১৮ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

সেন্সরপত্র পেল রোহিঙ্গা নিয়ে নির্মিত ‘জন্মভূমি’

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা প্রসূন রহমান। তিনি জানান, গত ২০ নভেম্বর বিনা কর্তনে এটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা-নাট্যকার রওনক হাসান ও মডেল সায়রা জাহান। মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে তৈরি হয়েছে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রওনক। তার নায়িকা হিসেবে সঙ্গে আছেন সায়রা।

রওনক ও সায়রা দুজনই রোহিঙ্গা। তবে রওনক ১০ বছর আগে বাংলাদেশে এসেছেন। তাই এবারের শরণার্থীরা বাংলাদেশে আসার পর থেকে তিনি নতুন রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। যেখানে তার পরিচয় হয় তরুণী শরণার্থী সায়রার সঙ্গে।

ছবিটি সম্পর্কে রওনক হাসান বাংলা ট্রিবিউন বলেছিলেন, ‘প্রত্যেক মানুষেরই তার জন্মভূমিতে বাঁচা ও মৃত্যুর অধিকার আছে। তা সে যে দেশেরই শরণার্থী হোক। এই চলচ্চিত্রটি রোহিঙ্গাদের শরণার্থী জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। সমগ্র পৃথিবীর জন্যই এ ছবিটি প্রাসঙ্গিক। বিশ্বজুড়ে যে শরণার্থী সমস্যা তারই একটা রূপ উঠে আসবে। এখানে প্রেম আছে, দেশপ্রেম আছে, আছে মানবিকতাও।’ছবির একটি দৃশ্যে সায়রা জাহান ও রওনক হাসান
প্রসূন আজাদ বলেন, ‘শিগগিরই আমরা চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ করব। এছাড়াও অনলাইনের এ প্রচারণা শুরু হবে।’

জানা যায়, গত ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এর কাজ চলেছে। এছাড়া বেশ কিছু দৃশ্য রাখা হয়েছে নাফ নদীতে। যে পথ দিয়ে শরণার্থীরা উখিয়ায় ঢুকেছে। ছবিটি নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে।

বিবি/রেআ

ট্যাগ :
জনপ্রিয়

সেন্সরপত্র পেল রোহিঙ্গা নিয়ে নির্মিত ‘জন্মভূমি’

প্রকাশিত : ০২:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্মিত চলচ্চিত্র ‘জন্মভূমি’। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা প্রসূন রহমান। তিনি জানান, গত ২০ নভেম্বর বিনা কর্তনে এটি প্রেক্ষাগৃহে প্রদর্শনের অনুমতি পেয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা-নাট্যকার রওনক হাসান ও মডেল সায়রা জাহান। মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে তৈরি হয়েছে। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রওনক। তার নায়িকা হিসেবে সঙ্গে আছেন সায়রা।

রওনক ও সায়রা দুজনই রোহিঙ্গা। তবে রওনক ১০ বছর আগে বাংলাদেশে এসেছেন। তাই এবারের শরণার্থীরা বাংলাদেশে আসার পর থেকে তিনি নতুন রোহিঙ্গা ক্যাম্পে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। যেখানে তার পরিচয় হয় তরুণী শরণার্থী সায়রার সঙ্গে।

ছবিটি সম্পর্কে রওনক হাসান বাংলা ট্রিবিউন বলেছিলেন, ‘প্রত্যেক মানুষেরই তার জন্মভূমিতে বাঁচা ও মৃত্যুর অধিকার আছে। তা সে যে দেশেরই শরণার্থী হোক। এই চলচ্চিত্রটি রোহিঙ্গাদের শরণার্থী জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। সমগ্র পৃথিবীর জন্যই এ ছবিটি প্রাসঙ্গিক। বিশ্বজুড়ে যে শরণার্থী সমস্যা তারই একটা রূপ উঠে আসবে। এখানে প্রেম আছে, দেশপ্রেম আছে, আছে মানবিকতাও।’ছবির একটি দৃশ্যে সায়রা জাহান ও রওনক হাসান
প্রসূন আজাদ বলেন, ‘শিগগিরই আমরা চলচ্চিত্রটির ট্রেলার প্রকাশ করব। এছাড়াও অনলাইনের এ প্রচারণা শুরু হবে।’

জানা যায়, গত ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এর কাজ চলেছে। এছাড়া বেশ কিছু দৃশ্য রাখা হয়েছে নাফ নদীতে। যে পথ দিয়ে শরণার্থীরা উখিয়ায় ঢুকেছে। ছবিটি নির্মিত হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে।

বিবি/রেআ