১০:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

কলকাতায় শুটিং শীঘ্রই অরিনের ‘আতসকাঁচ’

ঢাকার পাশাপাশি এরইমধ্যে কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা অরিন জানালেন মোবাইল এর মাধ্যমে সুদীপ দেব নাথ কে। এবার তিনি আরো একটি নতুন ছবির খবর জানালেন।

এ প্রসঙ্গে অরিন বলেন, এটা আমার জন্য সত্যিই আনন্দের সংবাদ। কলকাতায় এর আগে ‘শর্টকাট’, ‘অপরাজেয়’, ‘উল্কী’ নামের তিনটি ছবিতে অভিনয় করেছি। এবার আমার নতুন ছবির নাম ‘আতসকাঁচ’।

এটি পরিচালনা করবেন অরিন্দম বসু। এটি একটি ভালোবাসার ছবি। এখানে আমার পাশাপাশি আরো অভিনয় করবেন রোহিত রায় বোম্বে আর্টিস্ট কলকাতার জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী এবং রোহিত রায়। তিনটি চরিত্রের টানাপড়া নিয়েই এ ছবির গল্প। ছবিটি প্রযোজনা করছেন তৃণা ফিল্মস। ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ ছবির শুটিং শুরু হবে।

আমি কাজটি নিয়ে বেশ আশাবাদী। ‘আতসকাঁচ’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় এবং দেবপ্রসাদ হালদার। এ ছবির মিউজিক করছেন কলকাতার স্যাভি। এ ছবির বাইরে বাংলাদেশে সামনে অরিন অভিনীত ‘বিধ্বস্ত’ নামের একটি ছবি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু।

ঝিলিক কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আমিরুল ইসলাম সরকার। এ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করেছেন অরিন। দেশীয় গার্মেন্ট শিল্পের নানাদিক নিয়ে ছবির কাহিনী সাজানো।

এ ছবিটি নিয়েও বেশ আশাবাদী অরিন। উল্লেখ্য, ঢালিউডে চলতি বছর অরিন অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘মাতাল’। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। সকলের কাছে অরিন দর্শকের ভালবাসা চেয়েছেন।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

কলকাতায় শুটিং শীঘ্রই অরিনের ‘আতসকাঁচ’

প্রকাশিত : ১১:৫৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ নভেম্বর ২০১৮

ঢাকার পাশাপাশি এরইমধ্যে কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা অরিন জানালেন মোবাইল এর মাধ্যমে সুদীপ দেব নাথ কে। এবার তিনি আরো একটি নতুন ছবির খবর জানালেন।

এ প্রসঙ্গে অরিন বলেন, এটা আমার জন্য সত্যিই আনন্দের সংবাদ। কলকাতায় এর আগে ‘শর্টকাট’, ‘অপরাজেয়’, ‘উল্কী’ নামের তিনটি ছবিতে অভিনয় করেছি। এবার আমার নতুন ছবির নাম ‘আতসকাঁচ’।

এটি পরিচালনা করবেন অরিন্দম বসু। এটি একটি ভালোবাসার ছবি। এখানে আমার পাশাপাশি আরো অভিনয় করবেন রোহিত রায় বোম্বে আর্টিস্ট কলকাতার জনপ্রিয় অভিনেতা টোটা রায় চৌধুরী এবং রোহিত রায়। তিনটি চরিত্রের টানাপড়া নিয়েই এ ছবির গল্প। ছবিটি প্রযোজনা করছেন তৃণা ফিল্মস। ডিসেম্বরের মাঝামাঝি থেকে এ ছবির শুটিং শুরু হবে।

আমি কাজটি নিয়ে বেশ আশাবাদী। ‘আতসকাঁচ’ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় এবং দেবপ্রসাদ হালদার। এ ছবির মিউজিক করছেন কলকাতার স্যাভি। এ ছবির বাইরে বাংলাদেশে সামনে অরিন অভিনীত ‘বিধ্বস্ত’ নামের একটি ছবি মুক্তি পাবে। ছবিটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু।

ঝিলিক কথাচিত্রের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আমিরুল ইসলাম সরকার। এ ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করেছেন অরিন। দেশীয় গার্মেন্ট শিল্পের নানাদিক নিয়ে ছবির কাহিনী সাজানো।

এ ছবিটি নিয়েও বেশ আশাবাদী অরিন। উল্লেখ্য, ঢালিউডে চলতি বছর অরিন অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘মাতাল’। ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। সকলের কাছে অরিন দর্শকের ভালবাসা চেয়েছেন।

বিবি/ ইএম