সিনেপ্রেমীরা প্রায় ধরেই নিয়েছিলেন যে, জামাতা হিসেবে কাপুর পরিবারে প্রবেশ করতে যাচ্ছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর।
কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি আর শাহিদ-কারিনার প্রেম রসায়ন। দুজনেই এখন আলাদা পথে।
ভিন্ন ভিন্ন সংসার সাজিয়ে সন্তানের মুখও দেখে ফেলেছেন তারা।
অথচ একসময় এই শাহিদের প্রেমে পাগল কাপুর নন্দিনী সব কিছু ভুলেছিলেন, এমনটিই জানিয়েছে ভারতীয় মিডিয়াগুলো।
শাহিদ যা বলতেন ঠিক ঠিক তেমনটি করতেন কারিনা কাপুর। এমনকি শাহিদকে খুশি করতে মাছ ও মাংস খাওয়াও ছেড়ে দিয়েছিলেন কারিনা।
অথচ মাছ-মাংস ছাড়া নাকি একদিনও চলত না কারিনার, সেটি জানিয়েছিলেন বড় বোন কারিশমা কাপুর।
জানা গেছে, শাহিদ কাপুর ছিলেন নিরামিষভোজী। মাছ ও মাংস খেতেন না একেবারেই। প্রেমে হাবুডুবু কারিনা তখন শুধু শাহিদের জন্যই মাছ-মাংস খাওয়া ছেড়ে দেন তিনি।
‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসব তথ্য ফাঁস করেছিলেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর।
দেখুন সেদিন কী বলেছিলেন কারিশমা।
তবে বলিউড অভিনেতা সাইফ আলি খানের স্ত্রী হওয়ার পর তিনি আবার রীতিমতো মাছ-মাংস খেতে শুরু করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ।
প্রসঙ্গত, ২০০৪ সালে ‘ফিদা’ নামক বলি মুভির শুটিংয়ের সময় শাহিদের প্রেমে মগ্ন হন কারিনা। তাদের এ সম্পর্কের কথা লুকায়নি কেউ-ই।
সেই সময় দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন বলেও জানিয়েছিলেন।
বিবি/রেআ


























